তৃতীয় দফায় নতুন ভাঁজযোগ্য ফোন আনলো স্যামসাং

৫ সেপ্টেম্বর, ২০২০ ১৬:৩০  
গত বছর সেপ্টেম্বরে গ্যালাক্সি ফোল্ড বিক্রি শুরু করে স্যামসাং। তখন এটির বাইরের দিকে ছিলো খুবই ছোট আকারের পর্দা। ভেতরে ছিলো বড় আকারের ক্যামেরা নচ। তখন এর হিং নিয়েও প্রশ্ন উঠেছিলো। পর্দা ফেটে যাওয়ার অভিযোগ পাওয়া যায়। তবে এবার তৃতীয় দফায় পর্দা ও মান উন্নয়ন ঘটিয়ে আনলো গ্যালাক্সি জেড ফোল্ড ২ নামের ৫জি ফোন। এর বাইরের পর্দার আকার ৬.২ ইঞ্চি। আর ভাঁজ খুলললেই এটি ট্যাবলেটের আকার ধারণ করে। কেননা এর ভেতরের বেজেল আরো কমিয়ে স্লিভারে রূপান্তর করা হয়েছে। পেছনের ম্যাট ফিনিস নজর কাড়বে। আছে তিনটি ক্যামেরা। ফ্লেক্স অ্যাপ ব্যবহারে এটি দুইটি পর্দায় রূপ নেয়। ফলে ইউটিউবে ভিডিও দেখার পাশাপাশি একই সময়ে ছবিও তোলা যায়। ডেস্কে রেখে অন্য কাজ করতে করতে ভিডিও চ্যাটও করা যায়।